প্রথমে এটা সতর্ক করছি অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো প্রোগ্রাম চালু রাখি যার ফলে কম্পিউটারের সিস্পেটম অনেক ধীর গতি হয়। আবার দেখা কিছুক্ষন পরে Virtual Memory Low এ রকম একটি ম্যাসেজ দেয় Virtual Memory Low এই সমস্যা সমাধাটি নিয়ে আজকে আমি বিস্তারিত বলব।
এই সমস্যা সমাধানের জন্য আমাদের যেটা করতে তা হলো সিস্টেম পেইজ বাড়িয়ে দিতে হবে তো কিভাবে আমার সিস্টেম পেইজ বাড়াব তা স্ক্রিন শট এর মাধ্যমে দেয়া হলো।
প্রথমে আমরা Control Panel > System > Advanced > Click on Settings (Under Performance) > Advanced > Change
তারপর Performance থেকে আবার Advanced ক্লিক করবেন তারপর Virtual Memory Option থেকে Change Button Click
0 comments:
Post a Comment