http://www.macromedia.com/go/getflashplayer" width="150" height="320" src="https://http://www.facebook.com/photo.php?fbid=3949845538747&set=p.3949845538747&type=1&theater?attredirects=0"; wmode="transparent" type="application/x-shockwave-flash" quality="high" title="Grab this widget @">

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, December 26, 2012

ইন্টারনেট এর মাধ্যমে আপনার JSC/JDC পরীক্ষার ফলাফল জেনে নিন।


আগামী 27/12/2012ইং তারিখে JSC/JDC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তাই আপনাকে নিম্নে পদ্ধতি অনুসরন করতে হবে
প্রথমে এই লিন্ক এ ক্লিক করুন http://dpe.teletalk.com.bd/dpe.php
 
তারপর আপনি জেনারেল অথবা মাদ্রাসা যেটাতে পড়ালেখা করেছেন তা সিলেক্ট করুন। এরপর বিভাগ, থানা, পাসের সাল ও রোল নাম্বার দিন তারপর ‍সাবমিট বাটনে চাপুন এরপর আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।

Saturday, November 10, 2012

ইন্টারনেট ব্যবহারের কয়েকটি গুরুত্বপুর্ণ টিপ্স


আমরা সবাই চাই নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে । তাই আমাদের কিছু বিষয় খেয়াল রাখা যা আমাদের কম্পিউটার কে নিরাপদ এ গতিশীল রাখবে ।

১ . আমাদের দেশে অনেকেই ডায়াল আপ কানেকশন ব্যবহার করে থাকেন । তাদের জন্য সবচেয়ে ভাল ব্রাউজার হল অপেরা । কারন এটি অন্যান্য ব্রাউজার থেকে দ্রুত ।
২ . ডায়াল আপ ব্যবহারকারীরা ইমেইলের জন্য ইউডোরা অথবা আউটলুক এক্সপ্রেস ব্যবহার করুন । অফলাইনে থাকা অবস্থায় মেইলটি লিখে রেডি করে রাখুন । এতে আপনার কাজটি দ্রুত ও অর্থ সাশ্রয় হবে ।
৩ . আপনার ইন্টারনেটের গতি ঠিক রাখতে হলে নিয়মিত Temporary Internet Files ফোল্ডারটি পরিষ্কার রাখুন ।
৪ . ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের অনেক ওয়েব সাইটে প্রতিদিনই কয়েকবার ভিজিট করতে হয় । সেসব ওয়েব সাইটকে ফেভারিট লিস্টে রেখে দিন । এতে খুব দ্রুত সেসব এয়েব সাইটে আপনি ভিজিট করতে পারবেন ।
৫ . কোন কোন ব্রউজার গতি বাড়ানোর জন্য পেজের ছবি গুলো বাদ দিয়ে ব্রাউজ করার সুবিধা দিয়ে থাকে যেমন : ( অপেরা ) । প্রয়োজনে সেসব ব্রাউজার ব্যবহার করুন ।
৬ . সিকিউরিটি সেটিং হাই করার কিছু অসুবিধা আছে । তা হল সেটি আপনার ইন্টারনেট স্পিড কমিয়ে দেয় । তাই সিকিউরিটি সেটিং মিডিয়াম রাখাই ভাল ।
৭ . ফায়ার ওয়াল আপনাকে নিরাপত্তা দিবে ঠিকই কিন্তু বাড়তি ঝামেলাও আপনাকে পোহাতে হবে । অনেক সফটওয়ার ব্যবহার করার সময় অপরিচিত ভাইরাস ও মেলওয়ার সো করবে । তাই ফায়ারওয়াল ব্যবহার না করে এই সফটওয়ারটি ব্যবহার করুন । এতে আপনার পিসি সকল ইউ.এস.বি ভাইরাস ও মেলওয়ার থেকে নিরাপদ থাকবে ।
৮ . আপনার এন্টিভাইরাসকে সবসময়ই আপডেট রাখুন । এন্টিভাইরাস হিসেবে Kaspersky অথবা Eset Nod32 Smart Security ব্যবহার করতে পারেন । Eset Nod32 এর সিরিয়াল গুলো এখান থেকে পাবেন ।
৯ . Cookies নিজে ভাইরাস না হলেও এগুলো আপনার গুরুত্বপূর্ন ফইল পাচার করতে সহায়তা করে । তাই এগুলো নিয়মিত পরিষ্কার রাখুন ।
১০ . যে কোন সাইটে রেজিস্ট্রেসন করতে হলে আলাদা মেইল ব্যবহার করুন । এতে আপনার মূল মেইল এড্রেসটি স্পামারদের হাত থেকে রক্ষা পাবে ।
১১ . জাংক মেইলগুলো বেশিরভাগ সময়ই অপ্রয়োজনীয় হয়ে থাকে । তারপরও ডিলেট করার আগে প্রেরকের নাম পরিচিত কি না দেখে নিন ।
১২ . হিস্টোরি সেটিংসে সর্বোচ্চ ১ দিনের হিস্টোরি রাখুন এতে আপনাকে বারবার রিফ্রেস করতে হবে না ।
১৩ . ইন্টারনেট কানেকশন হঠা ধীর গতি মনে হলে আপনার ডায়াল আপ কেনেকশনটি Disconnect করে পুনরায় connect করুন । আর ব্রডব্যান্ড হলে পিসি Restart করুন ।
১৪ . পর্নোগ্রফিক সাইটগুলো ভাইরাসের আখরা তাই যতটা সম্ভব এইসব সাইটগুলো এড়িয়ে চলুন । আবার অনেকে কৌতুহল বসত হ্যাকারদের সাইট ভিজিট করে থাকেন । পিসিকে পরিপূর্ন নিরাপত্তা দিতে হলে এসব ভুলে যান ।
নিরাপদ ইন্টারনেট ব্যবহার করে আপনার পিসিকেও নিরাপদ রাখুন ।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সিডি বা ডিভিডি ড্রাইভে কোন সিডি বা ডিভিডি লোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাত অটোরান হয়। এটি উইন্ডোজের ডিফল্ট ফিচার। আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন অনুসারে উইন্ডোজের এই ফিচারটি এনাবল বা ডিজেবল করে রাখতে পারেন। এজন্য আপনি নিচের যে কোন একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন

পদ্ধতি নং-
প্রথমে Start>Run গিয়ে regedit টাইপ করে Enter চাপ দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom ওপেন করুন। এবার ডানপাশের AutoRun ডাবল ক্লিক করে এর ভ্যালু 0 অথবা 1 দিন। (0 দিলে অটোরান ডিজেবল হবে আর 1 দিলে অটোরান এনাবল হবে) এরপর কম্পিউটার রিস্টার্ট করুন
পদ্ধতি নং-
সিডি অটোরান ডিজেবল করার জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]
“AutoRun”=dword:00000000
এরপর DisableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন
সিডি অটোরান এনাবল করার জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]
“AutoRun”=dword:00000001
এরপর EnableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন
পদ্ধতি নং-
এছাড়া অস্থায়ীভাবে সিডি অটোরান ডিজেবল করার জন্য সিডি ড্রাইভে সিডি ইনসার্ট করার পরপরই কিছুক্ষণ (প্রায় ১০-২০ সেকেন্ড) Shift কী চেপে ধরে রাখুন। দেখবেন সিডি আর অটোরান হয়নি